নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনায় সামাজিক পরিবেশ রক্ষায় সাংস্কৃতিক কার্যক্রমের প্রয়োজনীয়তা বিষয়ক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ সোমবার নেত্রকোনা বিএনপিএস মাঠে অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা আইইডির ব্যবস্থাপনায় এবং স্বেচ্ছাসেবি সংগঠন জনউদ্যোগ আয়োজিত এবং মোস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসিন আলম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক আলী হায়দার রাসেল, নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবতী, অধ্যাপক পল্লব চক্রবতর্ী এবং সাংবাদিক শফিকুল ইসলাম শফিক। আলোচনা শেষে কবিতা আবৃত্তি, নৃত্য এবং সঙ্গীতানুষ্ঠানের আযোজন করা হয়।