বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

নড়াইলে গরু চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা

Reporter Name / ১৩৩ Time View
Update : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২, ৬:৩৯ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

নড়াইলে গরু চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার সকালে নড়াইল পৌরসভার উজিরপুর এলাকার কাড়ার বিল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসীর দাবি, রবিবার দিনগত রাত ৩টার দিকে কলোড়া ইউনিয়নের বীরগ্রামের রেবো বিশ্বাসের বাড়িতে ৬/৭ জনের চোরচক্র গরু চুরি করতে যায়। চুরিকালে একটি গরুর বাছুরের ডাকাডাকিতে গরুর মালিক রেবো ও তার স্ত্রী জেগে ওঠে। এ সময় গরু চুরির বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে আসে। তখন চোরেরা পালানোর চেষ্টা করে। গ্রামবাসী ধাওয়া করলে চোরেরা বীড়গ্রামের উত্তর পাশের বিলে নেমে পড়ে। গ্রামবাসী নড়াইল-গোবরা-ফুলতলা সড়কের উজিরপুর পল্লীবিদ্যুতের উপকেন্দ্রের পূর্বপাশে একজন চোরকে ধরে ফেলে। অপর একজন চোরকে বিদ্যুৎ উপকেন্দ্রের কিছুটা দূরে সরিষা ক্ষেতের মধ্যে গিয়ে ধরে ফেলে। বিক্ষুদ্ধ গ্রামীবাসীর গণধোলাইয়ে দুজনেরই মৃত্যু হয় বলে দাবি করে এলাকাবাসী। এলাকাবাসী আরও জানায়, এসব চোরেরা দিনের বেলায় এলাকায় ফেরী করে বেড়ায়। গতকালও নিহতদের এলাকায় ফেরী করতে দেখা গেছে।

এদিকে নিহত একজনের পকেটে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী একজনের নাম মো. আসাদুল শেখ। পিতার নাম মো. গফুর শেখ ও মাতার নাম আরোফা বেগম। ঠিকানা দেওয়া আছে গ্রাম জাড়িয়া বারুইডাঙ্গা, ডাকঘর-লখপুর-৯২৪১, ফকির হাট, বাগেরহাট। অন্যজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

নড়াইল সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, নড়াইল সদর উপজেলার কলোড়াসহ বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা ঘটছে। চোরদের ধরার জন্য এলাকাবাসীকে সচেতন করা হয়। অনেক এলাকায় পাহারা বসানো হয়। কলোড়া ইউনিয়নের বীড়গ্রামে গরু চুরির ঘটনায় এলাকাবাসী চোরদের ধরে গণধোলাই দিয়ে মেরে ফেলেছে। নিহত দুজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin