ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর শহর থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে আলফাডাঙ্গা উপজেলা। মধুমতি ও বারাশিয়া নদী বেষ্টিত উপজেলাটিতে গড়ে ওঠেনি তেমন কোন বিনোদন কেন্দ্র কিংবা পার্ক। তবে কয়েকবছর আগে উপজেলা পরিষদের অভ্যন্তরে মুজিব শতবর্ষ নামে একটি পার্ক নির্মাণের পর জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই নানা প্রতিবন্ধকতায় পার্কটি বন্ধ করে দেয় প্রশাসন। এরপর এ উপজেলায় কোন বিনোদন কেন্দ্র না থাকায় নতুন পরিকল্পনা করে উপজেলা প্রশাসন।
উপজেলা পরিষদ চত্বরের পাশেই ঐতিহাসিক হেলিপোর্ট নামে পরিচিত প্রায় এক একর জমি দীর্ঘদিন পতিত অবস্থায় পড়েছিল। যা কিছুদিন আগেও ছিল ঝোপঝাড়ে আচ্ছাদিত। সম্প্রতি এই জায়গা জুড়ে বিনোদন কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। ইতোমধ্যে বিনোদন কেন্দ্র নির্মাণের কাজও শুরু হয়েছে।
আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবে সভাপতি আলমগীর কবীর জানান, বিনোদন আমাদের জীবনের জন্য অত্যাবশ্যকীয়। কিন্তু আমাদের উপজেলায় নেই কোন বিনোদন কেন্দ্র। এই বিনোদন কেন্দ্র নির্মিত হলে আমাদের শিশুরা পাবে প্রশান্তির ছায়া। হেলিপোর্টের জায়গাটি দীর্ঘদিন ধরে পতিত অবস্থায় পড়েছিল। সেই জায়গায় প্রশাসনের বিনোদন কেন্দ্র রূপান্তরের উদ্যোগটি প্রশংসনীয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে জানান, প্রাক্কলন অনুসারে সংশ্লিষ্ট সকলকে নিয়ে শতভাগ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। পিআইসির সভাপতি ও সদস্যদের নজরদারির মাধ্যমে আগামী এক সপ্তাহের মধ্যে কাজ সমাপ্ত হবে।
আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াসমীন জানান, বিনোদন কেন্দ্রের নির্মাণ কাজটি আগে শেষ করার কথা থাকলেও নানা জটিলতার জন্য সমাপ্ত করতে কিছুটা বিলম্ব হয়েছে। ইতোমধ্যে প্রাক্কলন অনুসারে কাজ চলমান রয়েছে। শতভাগ কাজ শেষ করার জন্য সার্বক্ষণিক তদারকি চলছে। কাজ শেষ হলে জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে।