
ফরিদপুর প্রতিনিধি।
পবিত্র ঈদুল ফিতরের পাচ দিন ছুটি কাটিয়ে অনেক কর্মকর্তা ও কর্মচারীরা সোমবার অফিসে যোগদান করেছে।
কিন্তু অফিস যোগদান করেন নাই।
ফরিদপুর এল জি ই ডির নির্বাহী প্রকৌশলী শহিদুজ্জান ও বি এ ডি সির প্রকল্প পরিচালক পীযুষ কান্তি সাহা।
এই দুই কর্মকর্তার ফোন নম্বরে ফোন করলে তারা তাদের ফোন রিসিভ করে নাই।
ঈদের আগের দিন ফরিদপুর ক্লাবের সামনে এই দুই কর্মকর্তার দুর্নীতি বিরুদ্ধে মানব বন্ধন করে।
মানব বন্ধনে দুর্নীতির করে করছে এ বিষয়ে বক্তব্য রাখে ফরিদপুর শহর আঃলীগের যুগ্ম
আহবায়ক মনিরুজ্জামান মনির।
সাবেক ছাত্রলীগ নেতা জামালউদ্দীন কানু সহ প্রয় শতাধিক নেত কর্মি ও ঠিকাদাররা।
মানববন্ধন কারীরা দুর্নীতির বিভিন্ন
অভিযোগ তুলে ধরে বলেন তারা সময় মতো অফিস করে না এবং তাদের কে ফোন করলে ফোন ও ধরে না।
বিষয়ে বি এ ডিসির হিসার রক্ষক
ইউসুফ জানান স্যার অফিসে নেই।
কেন ফোন ধরে না চানতে চাইলে তিনি জানান স্যার কে মেসেজ দিয়ে রাখেন।
অপর দিকে এল জি ডি ইর অফিস
সহকারি পলাশ জাজান আমাদের স্যার কে আগামীকাল পাবেন বলে জানান। নির্বাহী প্রকৌশলী কেন ফোন বন্ধ রেখেছে জানতে চাইলে তিনি কিছুই জানেনা বলে জানা।
ফরিদপুরের একাধিক ঠিকাদারা নাম প্রকাশ না করার শর্তে জানান।
বিএডিসির প্রকল্প পরিচালক পীযুষ কান্তী সাহা ও এল জি ই ডির নির্বাহী প্রকৌশলী যোগদান করার পর থেকেই দুর্নীতি ও নিম্নমানের কাজ শুরু হয়েছে।
তারা আরো জানান প্রভাবশালী একটি মহল এই দুই কর্মকর্তা কে সহযোগিতা করছে।
এ বিষয়ে দুই কর্মকর্তার ফোনে কল দিলে তারা তিদের ফোটি রিসিভ করে নাই।