গতকাল বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) দুপুরে পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে গার্ড অব অনার দেওয়া হয়।গার্ড অফ অনার প্রদান করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিছবাহ উদ্দিন প্রমুখসহ অন্যান্যরা।
গতকাল দুপুরে জোহর নামাজের পর নিজ উনার নিজ বাড়ি প্রাঙ্গণে মৃত বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মীর এর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।মৃত্যুকালে তিনি এক ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গত বুধবার (৪ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মীর মারা যান। এর আগে গত ৩০ ডিসেম্বর বিকেলে স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে
ভর্তি হন।