ময়মনসিংহ প্রতিনিধি
বছরের প্রথম দিনে ঝকঝকে পাঠ্যবই হাতে পেয়ে দারুণ খুশি খুদে শিক্ষার্থীরা। করোনাকালীন দুই বছর ঘটা করে বই বিতরণ করা না হলেও এবার উৎসবের মধ্যে দিয়ে নতুন পাঠ্যপুস্তক হাতে পেলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শহীদ পরিবারের নামে তালিকাভুক্ত ময়মনসিংহের ফুলপুর উপজেলার প্রথম নারী শিক্ষা প্রতিষ্ঠানে আজ বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয় ।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এম শরীফ আহমেদ এমপির প্রতিনিধি, ফুলপুর উপজেলার আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও শেখ রাসেল স্মৃতি শিশু কল্যাণ বালিকা উচ্চ বিদ্যালয় নির্বাহী কমিটি অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, নতুন বই পাওয়ার তোমরা শিক্ষার্থীরা যেমন আনন্দিত আমরাও ঠিক তোমাদের মতো আনন্দ উপভোগ করছি।
কারণ আমাদের সময়টায় আমরা পুরাতন বইকে আবার নতুন করে বাধায় করে পড়তাম কিন্তু তুমাদের প্রতিবছর নতুন বই দেওয়া হয়। বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা নতুন বই পাবে আওয়ামী লীগ সরকারের আগে কোন সরকার কল্পনাও করেনি। দেশের সামগ্রিক উন্নয়নে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি। সভায় আর উপস্থিত ছিলেন ৪নং সিংহেশ্বর ইউপি চেয়ারম্যান মোঃ শাহা আলী, মোঃ আলাউদ্দিন আহমেদ আলাল ৩নং ভাইটকান্দি ইউনিয়ন, আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল মজিদ, ৪নং সিংহেশ্বর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শেখ সাদী রাসেল,
আওয়ামী যুবলীগ সদস্য আব্দুল্লাহ জিয়াদ প্রিন্স,জহিরুল ইসলাম শুভ,শেখ রাসেল স্মৃতি শিশু কল্যাণ বেসকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি, নুরে আলম শিহাব,সহ সভাপতি জনাব মোঃ মোজাম্মেল হক মুজা, বিদ্যুাৎশাহী সদস্য মোঃ রসুল ছালাম, ইউপি সদস্য মোঃ রহুল আমীন, অত্র বিদ্যালয় সভাপতি ৪নং সিংহেশ্বর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আব্দুস ছালামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,শিক্ষক/শিক্ষিকা,ছাত্র/ছাত্রীর অভিভাবকগণ। নতুন বই বিতরণ উৎসবে খতমে কুরআন শেষে জাতির পিতা ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয় ।