আব্দুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
আমেরিকা প্রবাসী বাংলাদেশীদের সংগঠন ইউএস বাংলা এসোসিয়েশন ও প্যাসিফিক কাইট ক্লাব, ক্যালিফোর্নিয়ার উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের বাঘাপাড়ায় এই ঈদ সামগ্রী বিতরন করা হয়। অর্ধশতাধিক নারী পুরুষের মাঝে তেল, ডাল, লবন, চিনি, সেমাই, আটা ও সাবান বিতরন করা হয়।
এসময় ঈদ উপহার সামগ্রী পাওয়া মানুষেরা
আনন্দিত হয়েছে।
তারা প্রবাসী সংগঠন দুটির সদস্যদের জন্য মঙ্গল কামনা ও দোয়া করেছেন।
উপহার বিতরণের সময় স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।