শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রয়োজনে প্রশাসনের সাথে থেকে সংঘর্ষকারীদের প্রতিহত করা হবে। শান্তি বজায় রাখতে কারো সুপারিশ গ্রহন করা হবে না।
এসময় তিনি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে দল মত নির্বিশেষে কোন অবস্থাতেই, কাইজ্জা হাঙ্গামায় লিপ্ত হওয়া যাবে না বলে হুঁশিয়ারি করেছেন, ফরিদপুর দুই আসনের সংসদ সদস্য শাহাদাব আকবার লাবু চৌধুরী।
রবিবার (২২ জানুয়ারি) বিকেলে নগরকান্দা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মইনুল হক, পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সাধারণ সম্পাদক ও নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন সহ উপজেলার বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইমাম, জনপ্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।