বিনোদন ডেস্ক:
ফের বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউডের ‘মির্চি গার্ল’ রাখি সাওয়ান্ত। প্রেমিক আদিল ডুরানির সঙ্গে গোপনে আইনি বিয়ে সেরেছেন তিনি। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় তাদের বিয়ের ছবি ভাইরাল হয়েছে।
একটি ছবিতে দেখা যাচ্ছে, রেজিস্ট্রির কাগজ হাতে দাঁড়িয়ে রয়েছেন রাখি ও আদিল। তাদের দুজনের গলায়ই শোভা পাচ্ছে বরমালা।আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, রেজিস্ট্রির কাগজে সাইন করছেন রাখি। আর সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদিল। জানা গেছে, ২০২২ সালের ২ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন রাখি-আদিল। এতদিন নিজেদের বিয়ের খবর বেশ গোপনে রেখেছিলেন তারা।
প্রসঙ্গত, প্রেম, বিয়ে ও বিচ্ছেদ ইস্যুতে প্রায়ই আলোচনায় আসেন রাখি। এছাড়াও বিতর্কিত কাজ কিংবা মন্তব্যে লাইমলাইটে আসাটা তার রুটিনে পরিণত হয়েছে। এর আগে এক সাক্ষাৎকারে রাখি জানিয়েছিলেন, ‘রীতেশের সঙ্গে বিচ্ছেদের পর আমি ডিপ্রেশনে ভুগছিলাম। সে সময় আদিল আমার জীবনে আসে। প্রথম দেখা হওয়ার একমাসের মধ্যেই সে আমাকে প্রেমের প্রস্তাব দেয়। তবে আমি এই প্রস্তাবের জন্য প্রস্তুত ছিলাম না। আমার মনে হয় সৃষ্টিকর্তা ওকে (আদিল) আমার কাছে পাঠিয়েছে।’
তিনি আরও জানিয়েছিলেন, ‘আদিলের পরিবার এই সম্পর্কের বিরুদ্ধে। কারণ, আমি সিনেমা, টিভি ইন্ডাস্ট্রিতে খুব গ্ল্যামারাস ব্যক্তি। আমার সাজগোজ ওর (আদিল) পরিবারের অপছন্দ। আর এ কারণে ওর বাড়িতে ঝামেলাও হয়েছে। তবে প্রয়োজনে আমি নিজেকে বদলাতে রাজি আছি। যদিও ওর দিক থেকে কেউ আমাকে পরিবর্তন করতে বাধ্য করেনি। অনেক কষ্টে ভালোবাসা পেয়েছি। আশা করি, আদিলের পরিবার আমাকে মেনে নেবে।’ তবে বিয়ের পর আদিলের পরিবার রাখিকে মেনে নিয়েছে কিনা, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া