ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জে বঙ্গবন্ধু মহাকাশ অবলোকন কেন্দ্রের অধিগ্রহণকৃত জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
শুক্রবার দুপুরে জমির প্রায় শতাধিক মালিক এ মানববন্ধন করে। এতে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসী অংশ নেন।
ভুক্তভোগীরা জানান, বঙ্গবন্ধু মহাকাশ অবলোকন কেন্দ্র নির্মাণে তারা খুশি। কিন্তু এ প্রকল্প অধিগ্রহণ করা জমির মালিকদের বর্তমান বাজার মূল্য অনুযায়ী দাম প্রদান করা হচ্ছে না। তারা সরকারের কাছে ন্যায্যমূল্য দাবি করেন।