রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরের সালথায়  উপজেলা চেয়ারম্যানকে হামলার আসামি করে দুই মামলা

Reporter Name / ৮৭ Time View
Update : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ২:৪২ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে ও ইফতারি খাওয়াকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলার ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে দেশীয় অস্ত্র নিয়ে ফের হামলা চালায় প্রতিপক্ষ। এসময় নারী-পুরুষ শিশুসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন।

পরে এ ঘটনায় রবিবার (০৯ এপ্রিল) সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। যার একটির মামলা নং-১২ ও অপরটির মামলা নং-১৩।

মামলা দু’টির বাদী সালথা উপজেলার গট্টি ইউনিয়নের দোহার গট্টি গ্রামের মো. জাহাঙ্গীর মাতুব্বর (৪৩) ও অপরটির বাদী একই ইউনিয়নের কসবা গট্টি গ্রামের লিয়ন মোল্যা (৩৯)। পৃথক দুটি মামলায় উপজেলা চেয়ারম্যানসহ মোট ১১৭ জনকে আসামী করা হয়েছে।

এর আগে বুধবার (০৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়াগট্টি বাজারে মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে পাশের দোহার গট্টি এলাকায় ও পরে মীরের গট্টি এলাকায় পৃথক দুটি হামলার ঘটনা। সে হামলার ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হলো।

গত ০২ এপ্রিল সন্ধ্যায় সালথা উপজেলার বড় বালিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ও ইফতারি খাওয়াকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলার ঘটনা ঘটে। ওই হামলায় মহিলাসহ কয়েকজন গুরুতর আহত ও কয়েকটি বাড়ি-ঘর ভাংচুর করা হয়। পরে এ ঘটনার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে গত বুধবার (০৫) এপ্রিল বিকাল ৪টার দিকে বালিয়াগট্টি বাজারে একটি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। পরে মানববন্ধন ও মিছিল শেষে বাড়ি ফেরার পথে দেশীয় অস্ত্র নিয়ে ফের পৃথক দুটি হামলার ঘটনা ঘটে।

সে সময় রামদা, সুরকি, লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলায়, উপজেলার দোহার গট্টি গ্রামের ফিরোজ মাতুব্বর (৩৮), হাবিব শেখ (২৮), কামাল মাতুব্বর (৩৭), অলি (৪০), জানো বেগম (৪৫), লিটন (৩৫), ইব্রাহিম শিকদার (২৩), লিখন মাতুব্বর (১১), ইসাহাক মাতুব্বর (৪০), রাকিব (১৮), সেলিম মাতুব্বরসহ (৩৬) উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে তখন প্রতিপক্ষের লোকজন দাবী করেন, মানববন্ধনকারীরাই আগে এ হামলা চালায়। হামলায় তাদেরও মহিলাসহ বেশ কয়েকজন আহত হন। এছাড়া বালিয়াগট্টি বাজারের পাশের মিরের গট্টি গ্রামের গফুর মাতুব্বর, মকবুল মাতুব্বর ও নজরুল মাতুব্বরসহ আরও কয়েকজনের বাড়িঘর ভাংচুর করা হয়। ওই সময় তাদেরও বেশ কয়জন হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন বলে দাবী করেন তারা।

মামলার  এ বিষয়ে ওয়াদুদ মাতুব্বর  জানান ,  দীর্ঘ দিন ধরে একটি মহল আমাকে  রাজনৈতিক হেয় প্রতিপন্ন করার জন‍্য মরিয়া হয়ে পরেছে। কারো উপর  কোন হামলা করি নাই। সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন এবং  খোরশেদ গংরা আমার বিরুদ্ধে মিথ্যাচার চালিয়ে যাচ্ছে।

মামলার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, হামলার ঘটনায় ভুক্তভোগী দুটি পরিবারের পক্ষ থেকে রবিবার (০৯ এপ্রিল) থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন। তবে, মামলায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশ আসামীদের গ্রেফতার অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য, গত ০২ এপ্রিল সন্ধ্যায় সালথা উপজেলার বড় বালিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ও ইফতারি খাওয়াকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। সে সময় রামদা ও ছ্যাঁনদা দিয়ে লাবলু মাতুব্বর (৩৫) ও চাম্পা বেগম (৪০) নামে দুইজনকে কুপিয়ে মারাত্মক জখম করে প্রতিপক্ষ। একই সাথে বেশ কয়টি বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট চালানো হয়। উপজেলার গট্টি ইউনিয়নের বড় বালিয়া গ্রামে ওই হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় ৩ এপ্রিল সালথা থানায় ৪২ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০/১২ জনকে আসামী করে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করে হামলার শিকার পরিবার। ওই হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই রাতেই আব্দুল হক খান, কুদ্দুস মাতুব্বরসহ ৭ জনকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ। পুলিশ পরদিন ফরিদপুরের আদালতে প্রেরণ করলে এর মধ্যে আব্দুল হক খান ও কুদ্দুস মাতুব্বরকে জামিন দেয় আদালত। পরে ০২ এপ্রিলের হামলার ঘটনার বিচার চেয়ে ০৫ এপ্রিল বিকালে বালিয়াগট্টি বাজারে একটি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। এলাকাবাসী মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে ফের হামলা করে প্রতিপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin