ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের চরভদ্রাসন সদর উপজেলার বালিয়াডাঙ্গী গ্রামের মোস্তফা কামালসহ তার পরিবারের সদস্যরা পুনরায় সন্ত্রাসী হামলার ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার ( ৩ রা জানুয়ারি) দুপুরে ভুক্তভোগী পরিবার অভিযোগ করে বলেন, তাদের বসত বাড়ীর সীমানা দেওয়াল দেবার সময় স্থানীয় কতিপয় ব্যক্তি মোটা অংকের টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দেওয়ায় বিভিন্ন সময় তারা সীমানা দেওয়াল তৈরীতে বাঁধা প্রদান করে। চাঁদা না দেওয়ায় গত ২২ ডিসেম্বর সন্ত্রাসীরা তাদের বাড়ীতে হামলা চালিয়ে সীমানা প্রাচীর, একটি একচালা টিনের ঘর ভাংচুর করে। একপর্যায়ে তারা বাড়ীর মালিক মোস্তফা কামালসহ তার স্ত্রী ইয়াসমিন আক্তার ও দুই শিশু কন্যাদের মারপিট করে। এ নিয়ে গত ১ জানুয়ারি চরভদ্রাসন থানায় ইয়াসমিন আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করে। থানায় মামলা দায়েরের পর চরম ক্ষিপ্ত হয় সন্ত্রাসী গ্রুপটি। তারা বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে।
মামলার বাদী ইয়াসমিন আক্তার জানান, সন্ত্রাসীরা তার স্বামীকে যেখানে পাবে সেখানেই মেরে নদীতে লাশ ভাসিয়ে দেবে। তাছাড়া তারা প্রতিনিয়ত মোটর সাইকেল নিয়ে বাড়ীর সামনে দিয়ে মহড়া দিচ্ছে। তাদের ভয়ে আমার স্বামী তার ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারছেনা। আমি নিজেও বাড়ী থেকে বের হতে পারছিনা। আমার দুই শিশু সন্তান স্কুলে যেতে পারছেনা। সন্ত্রাসীদের ভয়ে এখন আমরা পরিবারের সকল সদস্য প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছি। তিনি এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
উল্লেখ্য, মঙ্গলবার ( ৩রা জানুয়ারি) জীবনের নিরাপত্তা , সন্ত্রাসী ও চাদাবাজদের গ্রেপ্তারের দাবিতে ২ শিশু সন্তান সহ পরিবারের ৪ সদস্য বাড়ির সামনে মানববন্ধন করে ।
চরভদ্রাসন থানা পুলিশ জানায়, হামলার বিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।