ফরিদপুরে জাকের পার্টির প্রতিষ্ঠাতা বিশ্ব ওলী শাহ্ সূফী খাজা বাবা ফরিদপুরীর ওফাত দিবস উপলক্ষে বিশ্ব ইসলামী সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
সদর পুর উপজেলার বাইশ রশিতে মঙ্গলবার (৩০ শে এপ্রিল)) বাদ আসর থেকে শুরু হওয়া বিশ্ব ফাতেহার শরীফের এ আয়োজন বুধবার ( ১লা মে) বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।
জাকের পার্টির প্রেস সচিব কাজী রাশেদুল হাসান জানান, সারা দেশের বিভিন্ন জেলা থেকে জাকের পার্টির লক্ষাদিক ভক্ত আশেকান বিশ্ব ফাতিয়া শরীফে অংশ নিয়ে ওয়াক্তিয় নামাজের পাশাপাশি নফল ইবাদত বন্দেগির মাধ্যমে রাত যাপন করেন। বাদ ফজর আখেরি মোনাজাতে বিশ্ব মানবতার শান্তি কামনায় দোয়া করা হয়।
উল্লেখ্য, ভক্ত আশেকানদের দফায় দফায় নসিহত দান ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব খাজা মোস্তফা আমির ফয়সাল মোজাদ্দেদী।