রবিবার, ২০ জুলাই ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভালোবাসার কুঁড়ে ঘর স্বেচ্ছায় রক্তদান সোসাইটির আত্মপ্রকাশ তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, প্রতিবাদে জেলা যুবদলের বিক্ষোভ রূপগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সবংর্ধনা ও কলেজের উদ্বোধন অপরাধমুক্ত তরুণ সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম — মিজানুর রহমান সেলিম রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মসজিদের নামে সাইনবোর্ড স্থাপন, উত্তেজনা জুলাই বিপ্লবের শহীদের পরিবার ও আহতদের পুনর্বাসন করতে হবে- বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান কাঞ্চন পৌরসভাকে মাদকমুক্ত গড়ার স্বপ্ন  দেখেন সানাউল্লা মান্নান সানি   তারেক রহমানের নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রদল নেতারা গোল্ডস্যান্ডস গ্রুপের সিইও হিসেবে পদোন্নতি পেলেন শাহাদাৎ হোসেন বাহার দমদমা কালিগঞ্জ সামাজিক সংগঠনের নিরলস মানবিক যাত্রা
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে বৃষ্টিপাতের আশায় নামাজ আদায় ও দোয়া

Reporter Name / ৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ৩:৪৪ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে প্রচণ্ড দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এমন পরিস্থিতিতে বৃষ্টির জন্য নামাজ ও মোনাজাত করেছেন মুসল্লিরা।
বুধবার(১৯ এপ্রিল) বেলা ১১টায় বোয়ালমারী ছোলনা গোরস্থান মাদরাসা ময়দানে সালাতুল ইসতিফার নামাজের আয়োজন করে স্থানীয় যুব সমাজ। এতে কয়েকশো মুসল্লি অংশ নেয়। নামাজে ইমামতি করেন বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মোঃ আবুল হুসাইন। নামাজ শেষে বৃষ্টির জন্য মোনাজাত করা হয়।
নামাজ ও বিশেষ মুনাজাতে অংশ নেয়া বোয়ালমারী ব্লাড ডোনার সামাজিক সংগঠনের নেতৃত্বদানকারি মোঃ শামিম প্রধান জানান, স্থানীয় যুবসমাজ ও সামাজিক সংগঠনের উদ্যোগে ওলামায়ে কেরামসহ সাধারণ মানুষ প্রচন্ড দাবদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য এই বিশেষ নামাজ ও মোনাজাতের আয়োজন করা হয়। প্রচন্ড খরায়-গরমের কারণে মানুষ ও প্রাণীকূল
নাকাল হয়ে পড়েছে।
ইমাম মোঃ আবুল হুসাইন জানান,সবাই আল্লাহ তাআলার কাছে নিজেদের গুনাহর জন্য ক্ষমা চেয়েছি এবং গত কয়েকদিনে প্রচন্ড দাবদাহে ফরিদপুরের মানুষ নাকাল হয়ে পড়েছে। জনজীবন
বিপর্যস্ত হয়ে পড়েছে। এসব পরিস্থিতি থেকে মুক্তি পেতে বৃষ্টির প্রার্থনা করা হয়।
 তিনি আরও বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর যুগে যখন প্রচন্ড খরা হতো তখন সবাইকে নিয়ে তিনি খোলা মাঠে গিয়ে মহান আল্লাহর দরবারে গুনাহ মাফের প্রার্থনার পাশাপাশি বৃষ্টির জন্য প্রার্থনা করতেন। এটা একটা সুন্নাহ। সেই অনুযায়ী সালাতুল ইসতিফার আয়োজন করা হয়।
নামাজ ও মোনাজাতে অংশ নেওয়া,স্থানীয়রা জানান, তীব্র খরা আর প্রচন্ড গরমে নাকাল ফরিদপুরের মানুষ। ঘরে-বাইরে কোথাও এক চিলতে স্বস্তি মিলছে না মানুষের। তীব্র তাপপ্রবাহের কারণে নিম্ন আয়ের দিনমজুর ও রিকশাচালকসহ খেটে খাওয়া মানুষেরা বিপাকে পড়েছেন। এসব থেকে মুক্তি পেতে মহান আল্লাহর দরবারে গুনাহ মাফের প্রার্থনার পাশাপাশি বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin