
ফরিদপুরে র্যাব দুই মাদক ব্যবসায়ি কে আটক করেছে।
র্যাব 8 এর প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়। সোমবার দিবাগত গভীর রাতে
ফরিদপুর জেলার মধুখালী এলাকার।.
ফরিদপুর _ ঝিনাইদহ মহা সড়ক থেকে 401 বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেট কার সহ মহিদুল ইসলাম ও বিশারত নামে দুই মাদক ব্যবসায়ি কে আটক করে। গোপন
খবর পেয়ে ফরিদপুরের র্যব এ অভিযান চালায়।
আসামীদের মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদক ব্যবসায়ি আন্তর্জাতিক মাদক কারবারি। ঢাকা সহ বিভিন্ন জেলায়
মাদক দিয়ে থাকে।
আসামীদের বিরুদ্ধে মালা প্রক্রিয়াধীন।