
ফরিদপুর প্রতিনিধি।
ফরিদপুরের শহরের সমস্ত মার্কেটে চলবে সারা রাত ঈদের বাজার।
বিভিন্ন উপজেলা থেকে এসেছে সাধারণ জনগন ও রোজদারা ঈদের বাজার করার জন্য।
অভিভাবকদের সাথে রয়েছে আদরের শিশু সন্তানেরা ও পরিবারের গৃহকর্ত্রীরা ও। শহরের থানা রোড়.চকবাজার নিউ মার্কেট সংলগ্ন রাস্তা সমাগমে ভীর জমাছে ঈদ বাজার করার ব্যাক্তি বর্গরা। এই প্রতিবেন টি করার জন্য ছবি ধারন করা হয় রাত সাড় এগারো টা।
রাস্তার পাশে জনতা ব্যংকের মোড়ে
সাধারণ জনগন নির্ভিক ভাবে কিনাকাটা করতে পারে এ জন্য এক ঝাক পুলিশ বাহিনী নিয়ে পাহাড়া দিচ্ছি পুলিশের টি আই তুহিন লস্কর।
পুলিশ জানায় সাধারণ জনগন নির্ভিক ভাবে রাতে ঈদ বাজার করে
বাড়ি ফিরতে পারে। সে জন্য মোড়ে মোড়ে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে এবং আমি নিজেও পুলিশ সদস্যদের সাথে সার্বক্ষণিক আছি।
এখন রিপোট লেখা পযর্ন্ত কোন ধরনের অঘটনের ঘটনা ঘটে নাই।