
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হাট গোবিন্দপুর এলাকার বটতলা বাজারে আগুনে পাটের গোডাউন পুড়ে গেছে। এসময় গোডাউনে থাকা ধান ও গম পুড়ে নস্ট হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
রবিবার বিকেল ৫টার দিকে বিদ্যুতের সটসার্কিট থেকে আগুন লাগে বলে জানা যায়।
সরেজমিনে এলাকাবাসী জানায়, স্থানীয় পাট ব্যবসায়ী ফরিদ শেখের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে সেটা শামিম মিয়ার পাশে কাঠের আড়ৎ আগুন ছড়িয়ে পড়ে। গোডাউনে থাকা পাট, ধান ও গম পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে দুই ব্যবসায়ীর দশ লক্ষ টাকার বেশি ক্ষতি হয়েছে দাবী ক্ষতিগ্রস্থদের।
ফরিদপুরের ফায়ার সার্ভিস এর সহকারী পরিচালক জানান, রবিবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হাট গোবিন্দপুর এলাকার বটতলা বাজারে পাটের গোডাউনে আগুনে লাগার খবর পায়। এসময় দ্রুত একটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। বিদ্যুাতের সট সার্কিট থেকে প্রথমে বাজারের একটি পাট গোডাউনে আগুন লাগে। সেই আগুন পাশের আরো একটি কাঠের দোকানে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।