নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ কৃষি গভেষণা কাউন্সিল এর ক্যাফেটেরিয়ায় বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদের উদ্যোগে গত বৃহস্পতিবার সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে মুল প্রবন্ধ উপস্থাপন করেন ডা.মো.মুহসীন তরফদার রাজু প্রকল্প পরিচালক,মহিষ উন্নয়ন প্রকল্প ।
প্রধান অতিথি ছিলেন ডা. মো.আনিসুর রহমান প্রকল্প পরিচালক ডিএল এস,বিশেষ অথিতি ছিলেন ডা. একে এম মুশাররফ হোসেন জেলা ভেটেনারী অফিসার লক্ষীপুর। অনুষ্ঠানে সভাপত্বি করেন খন্দকার হেলাল উদ্দিন চীফ ভেটেনারি অফিসার।
স্বাগত বক্তব্য রাখেন ডা. মুন্সী নুরুল হক, এ ছাড়াও উপস্থিত ছিলেন ডা, নিতাই চন্দ্র অতিরিক্ত ভেটেনারি অফিসার, ডা. এ কে এস এম মুশাররফ হোসেন জেলা ভেটেনারি অফিসার লক্ষীপুর, ডা. এস এস মাহবুবুর রহমান উপ পরিচালক জেলা কৃত্রিম প্রজনন অফিসার সাতক্ষীরা,ডা. জাহাঙ্গীর আলম উপ পরিচালক জেলা কৃত্রিম প্রজনন অফিসার,গাজীপুর,ডা. আহসান হাবীব,ও ডা. মহিন উদিদন।
সাধারণ সভায় ভেটেরিনারি পেশায় সমসাময়িক সমস্য নিয়ে আলোচনা করা হয় । অনুষ্ঠানে বিভিন্ন বিশ^বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও উপজেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।