বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃএক রাতের ব্যবধানে দিনাজপুরের বিরামপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। জানা গেছে, ৭ ডিসেম্বর সকাল সোয়া নয়টায় পৌর শহরের টাটকপুর নামক স্থানে দিনাজপুর গোবিন্দগঞ্জ সড়কে নওগাঁ ধামরহাট থেকে ছেড়ে আসা রংপুরগামী বি আর টিসি বাসের সাথে দিনাজপুর থেকে বিরামপুর গামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে দিনাজপুর রেল কলোনির লোকমান আলীর পুত্র সোহেল রানা (৩৭) ও বালুবাড়ীর রোস্তম আলীর মেয়ে সেলিনা (২৮)কে চিকিৎসক মৃত ঘোষণা করেন । অপরদিকে গত রাত ১১ টায় বিরামপুর ঘোড়াঘাট রেলগেট নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে অপর একটি ধাক্কা দিলে টাঙ্গাইল জেলার ঘাটাইলের কছিমু উদ্দিনের পুত্র হেলপার শাকিল (২৫)নিহত হয় । মোটরসাইকেল আরোহি দুইজন এন,জিও কর্মী বলে ধারণা করা হচ্ছে। ওসি সুমন কুমার মহন্ত জানান নিহতদের পরিবারের আত্মীয় স্বজনদের সাথে আলোচনা স্বাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।