ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় জাপান দুতাবাসের একটি
প্রতিনিধি দল হাইলাইট চক্ষু হাসপাতাল পরিদর্শণ করেছেন। রোববার দুপুরে
উপজেলার বিশ^রোড গোলচত্বর উপজেলা মডেল মসজিদ সংলগ্ন স্থানটিতে
হাসপাতালটিতে প্রতিনিধি দল হাসপাতালের সার্বিক
চিকিৎসাসেবা,কর্মকান্ড সহ যাবতীয় বিষয় পর্যবেক্ষণ করেন। তাদের আগমন
উপলক্ষে হাসপাতালের পক্ষ থেকে লাল গালিচা সংবর্ধনা প্রদান ও ফুলেল শুভেচ্ছা
জানানো হয়। পরে প্রতিনিধি দল এর ভিতর ও বাইরে ঘুরে ঘুরে দেখেন।
হাসপাতালটির সেবা,রোগীদের অপারেশন,চিকিৎসক ও নার্সদের দক্ষতা প্রত্যক্ষ করে
এর ভ’য়সী প্রশংসা করেন তারা । সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
দুতাবাসের প্রধান সচিব হারুতা হিরোকি,বিশেষ অতিথি ছিলেন দুতাবাসের
দ্বিতীয় সচিব ওয়াসাকি দাইসি,দুতবাসের সিজিএইচএসপি পরামর্শক
এমিকা প্রধান। হাসপাতালের পরিচালক মোঃ শহিদুল ইসলাম তাদের স্বাগত
জানিয়ে বলেন,গরীব ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে চক্ষু
হাসপাতালটি অবদান রেখে চলেছে। ভষ্যিতে আরও আধুনিক যন্ত্রপাতি সংযোগের
মাধ্যমে আমাদের সেবা কার্যক্রম বৃদ্বি করা হবে। প্রতিনিধি দলের প্রধান
হারুতা হিরোকি বলেন,বেসরকারী উদ্যোগে হাসপাতালটি যেভাবে কর্মকান্ড
চালাচ্ছে তা প্রশংসার দাবীদার।সেমং হাসপাতালের
চিকিৎসক,নার্স,কর্মকতা-কর্মচারীরা উপস্থি ছিলেন।