
ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি : ভাঙ্গায় সদ্য যোগদানকৃত ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সাথে ভাঙ্গা উপজেলায় কর্মরত কর্মকর্তা,জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক, শিক্ষকমন্ডলী,ও সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ স্থানীয় জনগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়াম মাঠে উপজেলা নির্বাহী অফিসার আজিমউদ্দিন এর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার(ভূমি) মাহামুদুল হাসানের সঞ্চালনায় মতবিনিময় সভায় জেলা প্রশাসক আইন শৃংখলা, মাদক,বাল্য বিবাহ,শিক্ষা স্বাস্থ্য সহ নানা বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন। এসময় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষন ও মহান স্বাধীনতা যুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অগ্রণী ভূমিকার কথা তুলে ধরেন। তিনি ভাঙ্গার উন্নয়নের কথা বলতে গিয়ে ভাঙ্গা উপজেলাকে “ভাঙ্গা” না বলে উন্নয়নের নগরী বলে আখ্যা দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস. এম হাবিবুর রহমান, ভাঙ্গা পৌর মেয়র আবু ফয়েজ মোঃ রেজা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আকরামুজ্জামান রাজা,বিশিষ্ট সমাজ সেবক এ্যাপোলো নওরোজ,ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপ সাধারন সম্পাদক সোবাহান মুন্সী, প্রমূখ।
সভায় প্রধান অতিথিকে উপজেলা অফিসার্স ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা পরিষদ,ইউপি চেয়ারম্যান বৃন্দ,মাধ্যমিক শিক্ষা অফিস ও শিক্ষক পরিবার,মাদ্রাসা শিক্ষক পরিবার উপজেলা শিক্ষা অফিসার ও প্রাথমিক শিক্ষক পরিবারসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে সরকারী কাজী মাহবুব উল্লাহ কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন তিনি। বিকেলে জেলা প্রশাসক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় চত্বরে আগত সেবা গ্রহীতাদের বসার জন্য নির্মিত প্রশান্তির প্রতিক তরু ছায়ার উদ্বোধন শেষে উপজেলার ঘারুয়া ইউনিয়ন পরিষদে ডিজিটাল সেবা কেন্দ্র এবং পূর্ব সদরদী আশ্রয়ন প্রকল্পের শিশুদের জন্য আরওয়া বিদ্যানিকেতন উদ্বোধন করেন।