মোঃ সরোয়ার হোসেন ভাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসী দাদন মীরের বাড়িতে
দুর্বৃত্তদের দ্বারা হামলা,ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি
ঘটেছে উপজেলার কালামৃধা ইউনিয়নের সাঁওথার নয়াকান্দি গ্রামে। এ ঘটনায়
দাদন মীরের বড়ভাই সৌদি প্রবাসী শাহ আলম মীর বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি
লিখিত অভিযোগ দায়ের করেছে।ঘটনা তদন্তে ভাঙ্গা থানা পুলিশ এলাকা পরিদর্শন
করেছেন। অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানা গেছে, প্রবাসী দাদন মীর
দীর্ঘদিন যাবত কুয়েতে বসবাস করছেন এবং সেখানে ব্যবসা বানিজ্য করছেন।
সা¤প্রতিক তিনি এলাকায় একটি সুন্দর ও মনোরম বিল্ডিং নির্মাণ করেন। নব
নির্মিত ওই বাড়িতে পরিবারের সদস্যরা ওই দিন কেউ না থাকায় দুর্বৃত্তদল
সংঘবদ্বভাবে গভীর রাতে বিল্ডিংয়ের লোহার গেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নীচতলা
এবং দোতলায় থাকা ফ্যান,লাইট,আসবাবপত্র সহ বিভিন্ন দামী মালামাল ভাংচুর করে
এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এছাড়া ঘরের দরজা,জানালা সহ অন্যান্য
মালামাল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নষ্ট করে। পরিবরের সদস্য রওশন আরা জানান,
আমার ছেলেরা প্রবাসে থাকা অবস্থায় বিল্ডিংটি নির্মান করে । আমরা ওই দিন
অন্যত্র ছিলাম। সকালে উঠে বিল্ডিংয়ে গিয়ে দেখি বাইরের মুল গেটের তালঅ
ভাঙ্গা।আমাদের অন্যত্র থাকার সুবাদে দুর্বত্তদল বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করে
দরজা,জানালা,মূল্যবান সামগ্রী,আসবাবপত্র ভেঙ্গে নষ্ট করেছে এবং লুটপাট করে
নিয়ে গেছে বওেল ধারনা। তিনি দুর্বৃত্ত চক্রের মূল হোতাদের সনাক্ত করে
দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। স্থানীয় প্রতিবেশী রশিদ শিকদার জানান, স্থানীয়
কয়েকজন দুবর্ৃৃত্তচক্রের সাথে পরিবারটির পূর্ব শত্রæতা রয়েছে। মাঝে মধ্যে তারা
নানাভাবে হুমকি দিয়েছে। তাদের দ্বারা এ ঘটনা ঘটে থাকতে পারে। মুঠোফোনে
প্রবাসী দাদন মীর জানান, আমি প্রবাসে থাকার সুবাদে অনেক কষ্ট করে
বাড়িটি নির্মান করেছি। দুর্বৃত্তরা ন্যাক্কারজনকভাবে বিল্ডিংয়ের আসবাবপত্র
ভাংচুর করে মূল্যবান সামগ্রী লুট করে নিয়েছে। এতে আমার পরিবার
নিরাপত্তাহীনতায় ভ’গছে। তিনি আইনশৃংখলা বাহিনীর সদস্য সহ সংশ্লিষ্টদের
প্রতি দোষীদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এ ব্যাপারে ঘটনার
তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার এ,এস আই মনির হোসেন জানান,অভিযোগ
পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শণ করেছি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে এবং
জড়িতদের উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে।