সরোয়ার হোসেনঃফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর সদরের চন্ডীদাসদী গ্রামে সোমবার রাতে যৌতুকের বলি হলেন গৃহবধূ শিমলা বেগম(২০)। পরিবারের অভিযোগ সাইকেলের জন্য শিমলা কে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। নিহত শিপলা উপজেলার হামিদের ইউনিয়নের বড় হামিরদী গ্রামের আনোয়ার মাতুব্বরের মেয়ে।
শিমলার স্বামীর নাম মোঃ শাহিন মোল্লা বাড়ি ভাঙ্গা পৌর সদরের চন্ডী গ্রামে। ভাঙ্গা থানা পুলিশ রাত একটার সময় ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করেন। গৃহবধূ শিমলা এক সন্তানের জননী।
নিহত শিমলার খালা ফাহিমা বেগম জানান, শিমলার বাবা ওকে ও ওর একজন প্রতিবন্ধী ভাইকে রেখে দ্বিতীয় বিবাহ করে ঢাকায় চলে যায়। অভাবের সংসার ওর মা (বিউটি বেগম) সংসার ও ভবিষ্যতের কথা চিন্তা করে ওদেরকে আমাদের কাছে রেখে সৌদি আরব চলে যায়। ওকে আমরাই লালন পালন করে দুই বছর হয় বিবাহ দিয়েছি। ওদের সংসারে নয় মাসের এক মেয়ে রয়েছে।
মাঝে মাঝেই শিমলার মা ওর স্বামী শাহিন মোল্লার কাছে টাকা পাঠাতো। টাকা কম দিলেই মারধর করত। এরপর মোটরসাইকেলের জন্য মারধর করত। সোমবার রাতে শাহীন তার পরিবারের সবাই মিলে ওকে অত্যাচার করে। গুরুত্বর আহত অবস্থায় তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পোড়ে তার মৃত্যু হয় বোলে অভিযোগ করেন তার স্বজনেরা।
এ ঘটনায় পুলিশের তদন্ত কর্মকর্তা এসআই মোঃ সিরাজুল ইসলাম বলেন, আমরা শিমলার লাশ রাত দেটটার সময় উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। ময়না তদন্তের রিপোর্ট পেয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।