ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় বীর মুক্তিযোদ্বা মাহবুব হোসেন
মোতালেব ও তার পরিবারের নামে মিথ্যা মামলায় হয়রানি,তাকে জড়িয়ে বিভিন্ন
অপপ্রচার এবং হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ও বীর
মুক্তিযোদ্বাবৃন্দ। মঙ্গলবার সকালে উপজেলা মুক্তিযোদ্বা কমপ্লেক্স ভবনে এ সংবাদ
সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্যে সাবেক ডেপুটি মুক্তিযোদ্বা
কমান্ডার মাহবুব হোসেন মোতালেব অভিযোগ করে বলেন, মুক্তিযুদ্বকালীন
সাবেক পাক বাহিনীর সদস্য আইয়ুব আলী নামে জনৈক ব্যাক্তি মুক্তিযোদ্বার
তালিকায় প্রতারনার মাধ্যমে নাম অন্তর্ভুক্ত করেছে। মূলত সে কোন মুক্তিযোদ্বা
নয়। আমি একজন মুক্তিযোদ্বা। রনাঙ্গনে বীরত্বের সাথে যুদ্ব করেছি। কিন্ত
উদ্যেশ্যপ্রনোদিতভাবে আমার নামে এমনকি আমার ২ পুত্রের নামে মিথ্যা মামলা
দায়ের করেছে। অব্যাহতভাবে আমার পরিবারের সুনাম নষ্ট করার জন্য হয়রানিমূলক
মামলা ও নানা প্রকার অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তার অপপ্রচারের বিভিন্ন বিষয়
মুক্তিযোদ্বা মন্ত্রনালয় সহ সংশ্লিষ্ট দপ্তরে প্রতিকার চেয়ে আবেদন করেছেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মাধ্যমে আ্ধসঢ়;ইয়ুব আলী সহ দোষীদের দৃষ্টান্তমূলক
শাস্তির দাবী জানিয়েছেন। বীর মুক্তিযোদ্বা রুমি আহমেদ বলেন,বীর মুক্তিযোদ্বা
মাহবুব হোসেন মোতালেবকে জড়িয়ে জনৈক ব্যাক্তি মিথ্যা মামলা দিয়ে হয়রানি
করে চলেছে। আমরা মুক্তিযোদ্বাবৃন্দ অবিলম্বে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী
জানাই। এ সময় আরও বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্বা ডেপুটি কমান্ডার গোলাম
মোস্তফা, রুমি আহমেদ,শাফিনুর রহমান নান্নু,শাহজাহান মিয়া,জমির
মোল্লা,আঃ মান্নান,গিয়াস উদ্দিন সহ বীর মুক্তিযোদ্বাবৃন্দ।