আব্দুর রউফ ভূঁইয়া: বিশেষ প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় ট্রাকের ধাক্কায় আমিনুল ইসলাম নামের এক অটোচালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে হবিরবাড়ীর সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। এসময় অটোরিকশায় কোনো যাত্রী ছিল না। স্থানীয়রা জানায়, অটোরিকশাটির পিছনে একটি মালবাহী ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোচালক মারা যান। পরে খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশটি উদ্ধার করে। নিহত আমিনুল ওই এলাকার স্কয়ার মাস্টারবাড়িতে ভাড়া থাকতো। সে কুড়িগ্রামের রাজারহাট এলাকার মৃত আহম্মেদ আলীর ছেলে।