যে স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া সে স্বপ্ন ভেঙে দিল পাষাণ অটো ড্রাইভার।
আজ ১৯-১২-২০২২ইং ময়মনসিংহের গফরগাঁওয়ে মক্তব থেকে বাড়ি ফেরার পথে সকালে অটো রিকশার চাপায় লামিয়া আক্তার (৬) নামে এক শিশু কে নিহত করেছে। সে উপজেলার গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের ছুবান মিয়ার আদুরী মেয়ে। স্থানীয়রা জানায়, নিহত লামিয়া উথুরী খানাবাড়ি মসজিদের মক্তব ছুটির শেষে গফরগাঁও টু বরমী সড়কের পাশ দিয়ে বাড়ীতে ফিরছিলো এসময় একটি অটো রিকশা তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয়রা ঘাতক অটোটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ বলেন, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।