অনলাইন ডেস্ক:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জামছড়িতে মিয়ানমার অভ্যন্তরে স্থলমাইন্ড বিস্ফোরণে এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়ে উড়ে গেছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে নাইক্ষ্যংছড়ি থানার ওসি তদন্ত মো. শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তি হলেন, নাইক্ষ্যংছড়ির চাকঢালা এলাকার ছৈয়দ আজিমের ছেলে মো. গোলাম আকবর (২৫)। ওসি তদন্ত মো. শাহজাহান জানান, শনিবার দুপুরে আকবর অবৈধভাবে মিয়ানমার থেকে চোরাই গরু আনতে গেলে মাইন বিস্ফোরণের শিকার হন। এ সময় তার বাম পায়ের গোড়ালি পর্যন্ত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে উড়ে যায়।
তিনি আরও জানান, আহত ব্যক্তির শরীরের স্পর্শকাতর স্থানে মারাত্মক জখম হয়েছে। এ সময় তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।