ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেই মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন করার পাশাপাশি জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ এবং মাদক নির্মুলে কাজ করার ঘোষনা দিলেন ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার পিপিএ।
মঙ্গলবার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ফরিদপুরে কর্মরত সংবাদকর্মীদের সাথে মতনিবিময়কালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। এক্ষেত্রে নবাগত জেলা প্রশাসক সংবাদকর্মীদের সহযোগীতা প্রত্যাশা করেন।
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি দেশের প্রাচীণতম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মধন্য এ জেলার উন্নয়নে পরিকল্পিতভাবে রুপরেখা তৈরি করে সরকারকে প্রস্তাবনা দেয়া হবে বলে অভিমত দেন।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকীসহ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম পিকুল , প্রবীণ সাংবাদিক প্রফেসর মোঃ শাহজাহান,সিনিয়র সাংবাদিক নাজিম বকাউল , জাহিদ রিপন, দৈনিক গণ সংহতি এর সম্পাদক আশিষ পোদ্দার বিমান , প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি পান্না বালা প্রমুখ । এসময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ০৪ ডিসেম্বর মো. কামরুল আহসান তালুকদার পিপিএ ফরিদপুরের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন