ঢাকা নিউ সুপার মার্কেটের দক্ষিণ ভবনে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে ২৩০টি দোকান। পুড়ে ছাই হয়েছে এসব দোকানের ওপর নির্ভর করে জীবিকা চালানো অনেকগুলো মানুষের স্বপ্ন। প্রায় ৪০ দিন পার হলেও পুড়ে যাওয়া ২৩০টি দোকান সংস্কারে এখনো উদ্যোগ নেয়নি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কর্মচারীদের আর্থিক সহায়তাও করেনি সংস্থাটি। ফলে আসন্ন ঈদুল আজহার আগে দোকান চালু করা নিয়ে শঙ্কায় তারা।
ব্যবসায়ীদের অভিযোগ, অগ্নিকাণ্ডের পর ‘অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা প্রণয়ন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে’ সিটি করপোরেশন থেকে শুধু একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু ব্যবসায়ীরা কীভাবে এ ক্ষতি কাটিয়ে উঠবেন বা তাদের আর্থিক সহায়তার বিষয়ে সিটি করপোরেশনের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। অথচ ওই মার্কেট থেকে বছরে কয়েক কোটি টাকা রাজস্ব আদায় করছে ডিএসসিসি।
তবে ডিএসসিসির সংশ্লিষ্টরা বলছেন, তারা ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করেছেন। তদন্ত কমিটির সুপারিশে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিবাচক। তবে ঠিক কবে নাগাদ ব্যবসায়ীরা ক্ষতিপূরণ পাবেন বা মার্কেটটি সংস্কার করা হবে তা সুনির্দিষ্ট করে কেউ বলতে পারেনি।