অনলাইন ডেস্ক:
বিশ্বকাপের দ্বিতীয় দল হিসেবে ইতোমধ্যে কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গায় দখল করেছে আর্জেন্টিনা। শনিবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত ১ টায় মাঠে নেমে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত জয় তুলেছে দলটি। ম্যাচের পুরো সময় জুড়েই ব্যাপক ছন্দ নিয়ে খেলেছেন লিওনেল মেসি।
আর আর্জেন্টিনার এই প্রাণ ভ্রমরার প্রেমেই পড়েছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা পূজা চেরি। বিশ্বকাপে তার পছন্দের দল আর্জেন্টিনা। বিশ্বকাপে দলটির প্রত্যেকটি ম্যাচই দারুণ উচ্ছ্বাস নিয়ে উপভোগ করেছেন এ অভিনেত্রী।
শনিবার রাত জেগে পছন্দের দলের খেলা দেখেছেন ‘হৃদিতা’ খ্যাত অভিনেত্রী। ম্যাচে মেসির করা গোলটিতে ব্যাপক আনন্দিত এ নায়িকা। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই অনুভূতি প্রকাশ করেছেন ভক্ত-অনুরাগীদের সঙ্গে।
ওই গোলের পরই উচ্ছ্বাসিত হয়ে ফেসবুকে মেসিকে নিয়ে পোস্ট দেন পূজা। তিনি লিখেছেন, ‘লাভ ইউ মেসি’। সঙ্গে ভালোবাসার চারটি ইমোজিও দেন তিনি।
আর সেই পোস্ট থেকেই স্পষ্ট বোঝা গেছে মেসির গোলটি ব্যাপক উপভোগ করেছেন ‘পোড়া মন-টু’ খ্যাত এ লাস্যময়ী। এমনকি মেসির প্রেমে কতটা মজেছেন, সেটাও উপলব্ধি করেছেন তার ভক্ত-অনুরাগীরা। দ্বিতীয় গোলের পর তিনি আবার লিখেন, ‘আরেহ আরেকটা গোল’। এবার বিশ্বকাপটি প্রিয় দল আর্জেন্টিনা নেবে বলেই আশা রাখছেন পূজা।