গুঞ্জন রটেছিল আগেই। শোনা যাচ্ছিল, আলগা হচ্ছে সম্পর্ক। চিড় ধরেছে শোভন গঙ্গোপাধ্যায় ও স্বস্তিকা দত্তের সম্পর্কে। দুজনের মধ্যে নাকি বাড়ছিল দূরত্ব। স্বস্তিকা নাকি চেষ্টা করেছিলেন তিন বছরের সম্পর্কটিকে বাঁচানোর। কিন্তু শেষমেশ সব চেষ্টাই বৃথা। পথ আলাদা হল দুজনের। ভাঙল প্রেম। গায়ক ও নায়িকার ঘনিষ্ঠ সূত্রের খবর এমনই। শোভন বা স্বস্তিকাকে ফোন করা হলেও তারা উত্তর দেননি।
নিন্দুকেরা বলছিলেন, প্রাক্তন ইমনের প্রতি শোভনের দুর্বলতার কারণই নাকি তার বর্তমান সম্পর্কের ভিত নাড়িয়ে দেয়। কিন্তু আদৌ কি তাই?
স্বস্তিকার ঘনিষ্ঠ সূত্রে খবর, শুধু ইমনের কারণে নয়, শোভন-স্বস্তিকার সম্পর্কে ভাঙনের অনুঘটক হিসেবে কাজ করেছে। শোনা যাচ্ছে, ব্যস্ততার কারণে স্বস্তিকাকে সময় দিচ্ছিলেন না শোভন। সেই কারণেই নাকি প্রেমের সুতা আলগা হচ্ছিল দুজনের।
তা ছাড়াও, শোভনের বেশকিছু কাজকর্মে আপত্তি ছিল স্বস্তিকার। বোঝাপড়ার কমতি ছিল সম্পর্কে। তাই নাকি তিক্ততা বাড়াতে চাননি তারা। অবশেষে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন শোভন ও স্বস্তিকা।