রবিবার, ২২ জুন ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
এমপি পদপ্রার্থী হিসেবে আলোচনায় যারা রাজনৈতিক শিষ্টাচারের রোষানলে যশোর -৪ কেরুতে অস্থিরতা: আওয়ামী ঘনিষ্ঠ ডা. লিপিকা ভদ্র বহাল, এমডি রাব্বিক হাসানের বিরুদ্ধে সৃষ্ট উত্তেজনার অভিযোগ প্রায়১৭লক্ষ টাকা নিয়ে উধাও এরশাদ আলী কুষ্টিয়ায় করোনা নিয়ে ভয় বাড়ছে, একমাত্র পিসিআর ল্যাবটির সব যন্ত্রাংশ চুরি ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এর গণ সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী গন সমাবেশে পরিনত কু‌ষ্টিয়ায় যুবককে গু‌লি করে হত্যা, অস্ত্র ও গু‌লি জব্দ ভারতে নিহত সাবেক এমপি আনারের কোটি টাকার গাড়ি মিলল কুষ্টিয়ায় ভাঙ্গায় ডাকাত সর্দারসহ দুই ডাকাত আটকঃমালামাল উদ্ধার ভাঙ্গায় মুখোমুখি সংঘর্ষ”পিতা-পুত্রসহ নিহত ৫-আহত,৫ আমাকে সমাজচ্যুত করার গভীর চক্রান্ত চলছে”সালমা খাতুন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

রমজানে চালের দাম না বাড়ানোর আশ্বাস ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক / ৫৩ Time View
Update : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ১১:৪৫ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক

আসন্ন রমজান মাসে চালের দাম বাড়বে না বলে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে আশ্বাস্ত করেছেন চাল কল মালিক ও ব্যবসায়ীরা। মঙ্গলবার (২১ মার্চ) খাদ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে রমজান মাসে ‘চালের বাজার স্থিতিশীল রাখতে’ মতবিনিময় সভায় তারা এ আশ্বাস দেন।

খাদ্য সচিব মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে এ সভায় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. শাখাওয়াত হোসেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকারসহ চাল ব্যবসায়ী নেতা ও মাঠপর্যায়ের খাদ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় নওগাঁ ধান-চাল আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি নীরদবরণ সাহা চন্দন বলেন, রমজানে চালের দাম বাড়ানোর কোনো কারণ নেই, বরং সামনে দাম আরো কমতে পারে।

আমদানির কারণে মিল মালিকদের লোকসান গুণতে হচ্ছে দাবি করে তিনি বলেন, এখন প্রতিমণ চালে ১৫০ টাকা থেকে ২শ টাকা কমে বিক্রি করতে হচ্ছে। মিল মালিক নয়, ধান-চালের ব্যবসায়ের সঙ্গে জড়িত নয়, এমন লোকজন ধান ও চাল মজুদ করছে। এরাই মূলত সমস্যা তৈরি করছে।

লোকসানের কারণ হিসেবে বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আব্দুর রশিদ বলেন, বাইরে থেকে চাল আমদানি করার ফলে শত শত মিলের কী পরিস্থিতি দাঁড়াবে, এটা বোধহয় একটু বেশি বেশি ভাবা দরকার ছিলো।

তিনি বলেন, মিলগুলো যাতে টিকে থাকতে পারে, খাদ্য মন্ত্রণালয়কে সেদিকে নজর দিতে হবে। আমরা মিল মালিকরা এদেশের সন্তান। আমরা শুধু টাকা ইনকাম করব সেই চিন্তাই নেই। মানুষ চিরস্থায়ী নয়, তাকে মরতে হবে। সেটা মনে করেই সাধারণ মানুষকে আমরা কষ্ট না দেই। চালের দাম স্থিতিশীল রাখার জন্য আমরা বদ্ধপরিকর। ইনশাআল্লাহ, চালের বাজার আর বাড়ার কোনো সম্ভাবনা নেই। আমরা সেদিকে সজাগ দৃষ্টি রাখব।

অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক এইচ আর খান পাঠান বলেন, চালের দাম আর বাড়ার সম্ভাবনা নেই। সামনে নতুন চাল আসছে। তাই বাজার আর অস্থিতিশীল হওয়ার কোনো আশঙ্কা দেখছি না।

সরকারকে সারাবছর বাজার মনিটরিঙের অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমরা কী করছি না করছি সেটা সরকারের নজরে থাকুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin