সাঈদুর রহমান সাঈদ, রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর সরকারি প্রমথনাথ (পি.এন) উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেধা পুরস্কার
বিতরণী-২০২৩ অনুষ্ঠান গতকাল সকালে অনুষ্ঠিত হয়েছে। পি.এন স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের
মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানের শুরুতে গান আর নৃত্যের মাধ্যমে অতিথিদের বরণ করে নেন ও মঞ্চে
অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান করেন ছাত্রীরা।
সরকারি প্রমথনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তৌহিদ আরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানমঞ্চে ছিলেন
সরকারি প্রমথনাথ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (দিবা শাখা) আবুল হোসাইন ও সহকারী প্রধান শিক্ষক
(মর্নিং শাখা) আব্দুল মতিন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছাত্রীদের পরিবেশনায় গান, নৃত্য, আবৃত্তি সহ মনোজ্ঞ
সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।