অনলাইন ডেস্ক:
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বুধবার (২৫ জানুয়ারি)। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেল ৩টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
এর আগে দুপুরে সংসদ ভবনে স্পিকারের সঙ্গে আধঘণ্টার কিছু বেশি সময় বৈঠক করেন সিইসি। এ সময় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব আব্দুস সালাম ও নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের আগে স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাতের বিধান রয়েছে। সাক্ষাতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের দিন সংসদের বৈঠক নিশ্চিতকরণের বাধ্যবাধকতা রয়েছে।
বৈঠকে কাজী হাবিবুল আউয়াল বলেন, আমাদের সাক্ষাৎকার সংক্ষিপ্ত ছিলো। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকাল বুধবার সকাল ১১টায় নির্বাচন কমিশনে সভা করবো। সভা করে আমরা তফসিল উন্মুক্ত করবো। তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আইন অনুযায়ী তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ করতে হয়। ‘স্পিকারের সঙ্গে আলোচনা হয়েছে। মত বিনিময় করেছি। এরপর সিদ্ধান্ত হয়েছে যে অচিরেই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন, সিইসি নন।’