শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএমইউজে ফেনী জেলার সভাপতি কামাল সাধারণ সম্পাদক আফতাব মোমিন লালন-হাসন রাজার জন্মজয়ন্তীও জাতীয়ভাবে পালন করা উচিত”ফারুকী রূপগঞ্জে  বিয়ের প্রলোভনে ৫ বছর ধরে কলেজ শিক্ষার্থীর  সাথে শারীরিক সম্পর্কের অভিযোগ মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত পূর্ব বিরোধের জের ধরে রূপগঞ্জে সাংবাদিককে ইট দিয়ে থেঁতলে দিলো সন্ত্রাসীরা হত্যা মামলা মাথায় নিয়ে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ গৌরীপুর প্রাণী সম্পদ অধিদপ্তর ও  ভেটেরিনারি হাসপাতালের  ফটক উদ্ভোধন যুবদল নেতার পুকুরে বিষ দিয়ে অর্ধ কোটি টাকার মাছ নিধন গৌরীপুরের ব্রাকের কৃত্রিম প্রজননে উন্নত জাতের বাছুর প্রদর্শনী ও পুরস্কার বিতরণ প্রচার-প্রচারনা ছাড়াই গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের তফসিল ঘোষনা
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

রুক্মিণীকে বিয়ে না করলে দেবকে ডান্ডা দিয়ে পেটাবেন মিঠুন!

Reporter Name / ১৪০ Time View
Update : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ৬:১২ পূর্বাহ্ন

বিনোদন  ডেস্ক:

টলিউডের ‘প্রজাপতি’ ছবির ট্রেলারের দেখা গেছে, বাবা-ছেলে দুজনেই একে অপরের খেয়াল রাখেন। ছেলের জন্য রান্না করা, খাইয়ে দেওয়া থেকে জামার বোতাম সেলাই করে দেওয়া সবই করেন বাবা মিঠুন। অন্যদিকে, কাজে ব্যস্ত থাকলেও বাবার খেয়াল রাখতে ভোলেন না ছেলে দেব। ছেলের কাছে বাবার আবদার তুই শুধু বিয়েটা করে নে।

এরই মাঝে পুরনো বন্ধু কুসুম মমতা শঙ্করের সঙ্গে মন্দিরে দেখা হওয়ায় তার মেয়ের সঙ্গে ছেলের বিয়ের প্ল্যান করে ফেলেন গৌড় মিঠুন চক্রবর্তী। এরপরই শুরু হয় ত্রিকোণ সম্পর্ক, দোলাচল ও সম্পর্কের টানাপোড়েন। শেষপর্যন্ত কাকে বিয়ে করবেন দেব? ছেলের বয়স ৩৬, কিন্তু এই বয়সে এসেও বিয়ে করতে কোনোভাবেই রাজি নন তিনি। কিন্তু বাবা নাছোড়বান্দা। রোজ সকালে চা-দিতে গিয়েও ছেলের সামনে একাধিক মেয়ের ছবি এগিয়ে দেয় বাবা। তবে কিছুতেই ছেলেকে বিয়ের জন্য রাজি করানো যায় না। এমনই একটি গল্প, বাবা-ছেলের মিষ্টি রসায়ন নিয়ে সামনে এসেছে দেব ও মিঠুন চক্রবর্তীর ছবি প্রজাপতির ট্রেইলার।

সে তো না হয় হলো, তবে বাস্তব জীবনে রুক্মিণীকে কবে বিয়ে করছেন দেব? সম্প্রতি জি ২৪ ঘণ্টার স্টুডিয়োতে বসে দেবের সামনেই সেকথা ফাঁস করলেন মিঠুন চক্রবর্তী। ছবি প্রসঙ্গে বলতে গিয়ে প্রথমে দেব বলেন, ছবিতে, ৩৬ বছর হয়ে গেছে। কিন্তু একটা ছেলে সে কিছুতেই বিয়ে করছে না। যেটা কি না আমার বাড়ির প্রত্যেক দিনের খবর।

এরপর মিঠুন চক্রবর্তীর দিকে দেখিয়ে দেব বলেন, বিয়ে নিয়ে উনিও আমায় বলে বলে পাগল হয়ে যাচ্ছেন, এটা আসলে আমাদের রিয়েল লাইফ স্টোরি!।আর তাতে সহমত প্রকাশ করেন মিঠুন। কিছুটা হতাশ চোখে মিঠুন বলেন, সত্যিই পাগল হয়ে গিয়েছি। ওর হবু বউ আমায় রোজ বলছে, তোমার কথাও শুনছে না! আমি তখন ভাবি, ভগবান ওকে যে কী তৈরি করেছে বুঝতে পারছি না।

ওয়েডিং প্ল্যানার আপনার বিয়ের বরাত কবে পাচ্ছেন? দেবের বিয়ে নিয়ে এই প্রশ্নের উত্তর দেন মিঠুন। তিনি বলেন, এই সিনেমাটা আগে মুক্তি পাক, তারপর আমি মারব ওকে ডান্ডা, হয়ে যাবে মনে হচ্ছে…, কিছু তো একটা হবে…।

এরপর মিঠুনকে প্রশ্ন করা হয়, আপনি যখন দেবের বয়সী ছিলেন, তখন তো বিভিন্ন নায়িকাকে জড়িয়ে আপনার নামে অনেক গুঞ্জন ছড়িয়েছে, সেই তুলনায় দেব কি কম ফ্ল্যামবয়? উত্তরে মিঠুন বলেন, একদম নয়, ও ছুপা রুস্তম। আমি আগে খেলি, ও ব্যাক সাইডে খেলে। মিঠুনের এই কথায় কিছুটা লজ্জা পেয়ে যান অভিনেতা দেব। এরপরই দেব জানান, মিঠুন চক্রবর্তীর সঙ্গে মিলে দেবের নামে গসিপ করেন রুক্মিণী। তবে দেবকে কীভাবে দেখেন? এই প্রশ্নে মিঠুন চক্রবর্তী অবশ্য বলেন, আমার কাছে ও মেগাস্টার নয়, বিগ হার্টেট ম্যান, খুবই সিম্পল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin