
ফরিদপুর প্রতিনিধি
রাজবাড়ী সদর উপজেলার কাউসার হত্যাসহ চারটি মামলার আসামী ফেন্সি মাসুদ ওরফে গুলি মাসুদ কে গ্রেফতার করেছে ফরিদপুর র্যাব-৮ এর একটি দল।
সোমবার বিকেলে ফরিদপুর র্যাব-৮ এর আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেসব্রিফিং এ র্যাব কর্মকর্তারা সাংবাদিকদের বিষয়টি অব জানান।
র্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে: কমান্ডার কে.এম. শাইখ আকতার বলেন, সোমবার সকালে রাজবাড়ী সদর উপজেলার দয়ালনগর এলাকায় অভিযান চালিয়ে রাজবাড়ী সদর উপজেলার কাউসার হত্যা মামলার প্রধান আসামী ও সন্ত্রাসী, চাঁদাবাজ, অস্ত্রধারী ফেন্সি মাসুদ ওরফে গুলি মাসুদ কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি ইউএস মডেলের বিদেশেী পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও চাকুসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে হত্যাসহ ৪টি মামলা রয়েছে। আটক মাসুদ রাজবাড়ীর সদরের দয়ালনগর গ্রামের মৃত আজগর আলী মন্ডলের ছেলে।
সোমবার বিকেলে আটক মাসুদকে বিদেশী পিস্তল ও অন্যান্য আলামতসহ অস্ত্র আইনে মামলায় আলামতসহ অস্ত্র রাজবাড়ী থানায় পাঠানো হয়েছে।