বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড মাদক নিয়ে বাড়িতে ঢুকতে না দেয়ায় মা ও ছোট ভাইকে কুপিয়ে হত্যা ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন লিবিয়া উপকূলে ২৬ বাংলাদেশিকে নিয়ে নৌকাডুবি, নিহত ৪ আচরণবিধি পালনের ওপর নির্ভর করবে সুষ্ঠু নির্বাচন : সিইসি কক্সবাজারে গোল্ডস্যান্ডস গ্রুপের ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস’র সফট ওপেনিং মানবতাবিরোধী অপরাধ শেখ হাসিনার রায় সরাসরি দেখবে গোটা বিশ্ব
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

শবনম ফারিয়ার নতুন অধ্যায়, আনন্দিত অভিনেত্রী

Reporter Name / ২০৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ১২:৩০ অপরাহ্ন

বিনোদন  ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকে অনেকটাই অনিয়মিত এখন তিনি।শোবিজে আগের মতো দেখা যায় না তাকে।  গত ‘ভারপ্রাপ্ত বউ’ নাটকে অভিনয় করেছিলেন শবনম ফারিয়া। এতে তার বিপরীতে ছিলেন মোশাররফ করিম।নাটকটিতে ফারিয়ার অভিনয় দারুণ প্রশংসিত হয়েছিল। এরপর ফের বিরতি। জানা গেছে, ব্যক্তিজীবন, পড়াশোনা আর চাকরি নিয়েই ব্যস্ত এখন তিনি।

তবে এবার অভিনেত্রী শবনম ফারিয়া ফিরছেন। নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। তবে কি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এ অভিনেত্রী।না, এমন কিছু নয়; শবনব ফারিয়াকে দেখা যাবে বিচারক হিসেবে। এনটিভিতে শিগগিরই শুরু হতে যাওয়া কমেডি অনুষ্ঠান মার্সেল ‘হা শো’-এর সপ্তম সিজনে বিচারকের আসনে বসবেন তিনি।

তার সঙ্গে আরও দুই বিচারক হিসেবে থাকবেন গুণী অভিনেতা তুষার খান ও চিত্রনায়ক আমিন খান।   নতুন পরিচয়ে দর্শকের সামনে আসতে পেরে ভীষণ আনন্দিত শবনম ফারিয়া।  তিনি বলেন, ‘সবসময়ই নতুন কিছু করতে ভালো লাগে। সেই ভাবনা থেকে ‘হা শো’-এর সঙ্গে যুক্ত হওয়া। সেখানে দুজন গুণী অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি, এটিও আনন্দের। আশা করছি জমজমাট আসর হবে এবার। ’

জানা গেছে, এরই মধ্যে দেশের নানা অঞ্চলের প্রতিযোগীদের মধ্য থেকে বাছাইকৃত প্রতিযোগীদের নিয়ে বিভিন্ন পর্বের রেকর্ডিংয়ের কাজ শুরু হয়েছে। রাজধানীর তেজগাঁও অঞ্চলে এনটিভির স্টুডিওতে চলছে পর্বগুলো রেকর্ডিংয়ের কাজ। ২০১০ সালে ‘হা শো’-এর ফাইনালিস্ট পারফর্মার ছিলেন আবু হেনা রনি। তিনিই এর উপস্থাপনার দায়িত্ব পালন করছেন। এবারের আসরেও তাকে দেখা যাবে সঞ্চালকের ভূমিকায়। ‘হা শো’ পরিচালনা করছেন কাজী মোহাম্মদ মোস্তফা ও জাহাঙ্গীর চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin