ফরিদপুর প্রতিনিধিঃপরিবার, সমাজের উন্নয়ন,কৃতিত্ব, সংগ্রামী জীবন সহ নানা ক্ষেত্রে নারীর রয়েছে অসামান্য অবদান। প্রতিটি সফলতার গল্পকে যদি পিছনে ফিরে তাকানো যায় দেখা যাবে তাতে রয়েছে কোন নারীর অবদান। তেমনি একজন সফল জননী ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হিরালদী গ্রামের বেগম সামর্তবান। অত্যন্ত প্রতিকুল এবং দারিদ্র্য পরিবারের মধ্যেও তিনি তার সন্তানদের শিক্ষিত,মার্জিত এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলেছেন।
৯ সন্তানের সফল এ মাতার সন্তানেরা নিজ নিজ ক্ষেত্রে সফল এবং প্রতিষ্ঠিত।তার পিছনের সংগ্রামের ইতিহাস এবং দারিদ্র্যতার কঠিন মুহূর্তের কথা মনে করে তার এবং সন্তানদের প্রচেষ্টায় গড়ে তুলেছেন সামর্তবান নামে একটি ফাউন্ডেশন।
এই নারীর অসামান্য অবদানের স্বীকৃতি৷ স্বরুপ এ বছর নির্বাচিত হয়েছেন জেলার শ্রেষ্ঠ জয়িতা।