
ফরিদপুর প্রতিনিধি।
ফরিদপুর (1) আসন জাতীয় সংসদ নির্বাচনী এলাকা থেকে আঃলীগের এর প্রত্যাশী সৈয়দ শামীম রেজা রবিবার রাতে ফরিদপুরের ঝীলটুলী স্হানীয় একটি হোটেলে ফরিদপুরের কর্মরত সাংবাদিক দের সাথে এক মতবিনিময় করেন। দেন
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি
হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক
কামরুজ্জানের পরিচালনায় মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
আলোচনায় সাংবাদিক দের মধ্যে অংশ নেয় সাংবাদিক নাজিম বকাউল.আশিষ পোদ্দার বিমান.পান্না বলা. জাহিদ রিপন.সাজ্জাত হোসেন রনি.এহসান বকাউল রানা, আঃআজিজ. হিমেল.মাহাবুব পিয়াল. মিল্টন.সুমন ইসলাম প্রায় পঞ্চা জন সাংবাদিক।
শামীম রেজা মতবিনিময় কালে
বলেন আমি মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশে যে উন্নয়ন করেছে আমি তা আমার
নির্বাচনী এলাকা বোয়ালমারী.আলফাডাংঙ্গা.মধুখালীর সাধারণ জনগনের নিকট প্রচার প্রচারনার মাধ্যমে তুলে ধরছি।