নিজস্ব প্রতিবেদক
ট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১০০ জনের অধিক আহত শ্রমিককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কদমরসুল এলাকার সীমা অক্সিজেন প্ল্যান্টে এ বিস্ফোরণ ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে অক্সিজেন প্ল্যান্টটিতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটসহ মানবিক সংগঠন গাউছিয়া কমিটির উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। তবে বিস্ফোরণের কেন্দ্রস্থলে এখনো তারা পৌঁছাতে পারেন।
মানবিক টিম গাউছিয়া কমিটির প্রধান আলী সিদ্দিকী কালবেলাকে বলেন, এ পর্যন্ত পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শতাধিক শ্রমিককে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।