সরোয়ার হোসেন ফরিদপুরঃ উপজেলার চান্দ্রা ইউনিয়নের সোনাময়ী উচ্চ বিদ্যালয়ে নারীর ক্ষমতায়ন বিষয়ক উই প্রকল্পের আওতায় বিদ্যালয় শিক্ষার্থী,অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে ইভটিজিং,বাল্যবিবাহ,যৌতুক,জেন্
উই প্রকল্পের উপজেলা সমম্বয়কারী মোকলেসুর রহমানের সার্বিক তত্তাবধানে সুমী খাতুন কনার সঞ্চালনায় বক্তারা নারীর ক্ষমতায়ন, শিক্ষা, কর্মক্ষেত্র এবং দৃষ্টিভঙ্গির পরির্বতন, ইভটিজারকে রুখতে করনীয়, বাল্য বিবাহ এবং নারী- পুরুষের বৈষম্য বিষয় সহ নানা বিষয়ে আলোকপাত করেন। পরে প্রকল্পের বিভিন্ন উদ্যেশ্য এবং তা বাস্তবায়নের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের সুশীলদের সহযোগিতার আহবান জানান।