অনলাইন ডেস্ক:
পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় ভয়াবহ গাড়িবোমা হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নয়জন একই পরিবারের সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। বুধবার (৪ জানুয়ারি) সোমালিয়ার আল শাবাব জঙ্গিদের দুটি গাড়িবোমা বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
ওই পুলিশ কর্মকর্তা জানান, হামলায় ৯ সদস্যের একটি পরিবার থেকে মাত্র একটি শিশু বেঁচে গেছে। অন্যান্য পরিবারও তাদের অর্ধেক সদস্যকে হারিয়েছে। দুটি আত্মঘাতী গাড়িবোমা অনেক বেসামরিক বাড়িঘর পুড়িয়ে ছাই করে দিয়েছে।
প্রসঙ্গত, এক দশকের বেশি সময় ধরে সোমালিয়ার সরকারের বিরুদ্ধে লড়াই করছে জঙ্গিগোষ্ঠী আল কায়েদার অনুসারি আল শাবাব। দেশটিতে ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় এ জঙ্গিগোষ্ঠী।