শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
ফরিদপুর-১ আসনে প্রার্থিতা ফিরে পেলেন আরিফুর রহমান দোলন নেত্রকোনা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক ফোরামের বার্ষিক সভা ও কম্বল বিতরণ নাজমুলকে দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে বিসিবি এবি সিদ্দিকুর রহমান হাসছে” হাসবে এবার গফরগাঁও বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার পরিকল্পনা নেই : ইরানের পররাষ্ট্রমন্ত্রী রংপুরে মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ৭, কারবারিদের দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন ফরিদপুরে ফ্যাসিবাদের চিহ্নিত দোসরদের নির্বাচনে অংশগ্রহনের সুযোগ না দেয়ার দাবীতে মশাল মিছিল ও বিক্ষোভ ফরিদপুরের সদরপুরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার ময়মনসিংহ-১০ প্রার্থিতা ফিরে পেলেন মুশফিকুর রহমান দেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা করলে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

হাতের আঙুল নেই, কনুই দিয়ে লিখে সব ক্লাসে প্রথম আরাফাত

Reporter Name / ২০৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩, ১০:৩৬ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর গ্রামে অদম্য এক মেধাবী ছাত্র আরাফাত। হাতের আঙুল নেই, কনুই দিয়ে লিখে সব ক্লাসে প্রথম তিনি। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সরেজমিন থেকে এ তথ্য পাওয়া যায়। অদম্য ছাত্র হলেন, উপজেলার বলুহর গ্রামের আল আমিন মল্লিকের একমাত্র ছেলে আরাফাত মল্লিক (১১)। তিনি দক্ষিণ বলুহর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শেষ করেছেন। বর্তমানে কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ছেন।

স্থানীয়রা জানান, জন্ম থেকেই আরাফাতের দুই হাতের কনুইয়ের নিচের অংশ নেই। আঙুল না থাকায় স্বাভাবিকভাবে কোনোকিছু ধরতে পারত না। তবে কনুই দিয়ে লিখে প্রাথমিকের পড়া শেষ করে এবার মাধ্যমিকে ভর্তি হয়েছেন আরাফাত। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত কোনো ক্লাসে সে দ্বিতীয় হয়নি। অন্যদিকে ক্লাসের সেরা ছাত্র হিসেবে বৃত্তি পরীক্ষাও দিয়েছেন। আরাফাতের প্রত্যাশা ট্যালেন্টপুলে বৃত্তি পাবে।

আরাফাতের বাবা সংবাদমাধ্যমকে জানান, আরাফাত জন্ম থেকেই এমন। ছোট থেকেই তাকে অনেক যত্ন করে বড় করা হয়েছে। এখন আরাফাত নিজেই নিজের কাজ করতে পারেন। তার পড়ালেখার প্রতি অনেক আগ্রহ। এ কারণে আরাফাতকে স্কুলে ভর্তি করে দেওয়া হয়। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব ক্লাসে আরাফাত প্রথম হয়েছেন। দক্ষিণ বলুহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম জানান, আরাফাত সব শ্রেণিতে প্রথম হয়েছে। এবারও প্রথম হয়ে মাধ্যমিক শেষ করেছেন। সে অনেক ভালো ছেলে। লেখাপড়ার প্রতি ব্যাপক আগ্রহ।

কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুর রহমান জানান, আমাদের স্কুলে আরাফাত ষষ্ঠ শ্রেণিতে নতুন ভর্তি হয়েছেন। খুব কষ্ট করে লেখার কাজটি করে। সবার সহযোগিতায় আরাফাত এগিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin