আগামী ১৬ই মার্চ ফরিদপুর সদর উপজেলায় ১১টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
৭নং অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র পদপ্রার্থী জয়নাল আবেদীন চৌধুরী তার নির্বাচনী সকল ওয়ার্ডে গিয়ে গণসংযোগ করে যাচ্ছেন।
এ সময় তিনি জানান, ইউনিয়ন পরিষদের এ সাধারণ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে এবং এলাকাবাসী আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আমি শতভাগ আশাবাদী। তিনি আরো বলেন আমার অম্বিকাপুর ইউনিয়নটি শহরতলী হওয়ায় নির্বাচনকালীন সময়ে মাস্তানদের উপদ্রব বেড়ে যায়। আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি নির্বাচনের দিন ভোটাররা ভয়ভীতির উর্ধ্বে ভোটকেন্দ্রে এসে ভোট দিতে পারে এটাই আমার দাবি প্রশাসনের কাছে।