ঢাকায় আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে পথচারী যাত্রাবাড়ী বড় মাদরাসার ছাত্র হত্যার প্রতিবাদে হেফাজতে ইসলামের বিবৃতি
হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, গত পরশু (২৯ জুলাই শুক্রবার) বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশে দুপক্ষের সংঘর্ষে কওমী মাদরাসার শিক্ষার্থী হাফেজ রেজাউল করিম নামের এক ছাত্র নিহত হয়েছে। নৃশংস হত্যাকান্ডের এই ঘটনায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তারা আরো বলেন, হাফেজ রেজাউল করিম (২১)। তিনি শেরপুরের নকলা উপজেলার নারায়ণখোলা ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের আব্দুস সাত্তারের বড় ছেলে। সে যাত্রাবাড়ী জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদরাসার জালালাইন জামাতের ছাত্র। পারিবারিক অসচ্ছলতার কারনে সে শুক্রবারে বিভিন্ন মসজিদে আতর, টুপি, তসবিহ ইত্যাদি বিক্রি করতো। নিহত হাফেজ রেজাউল করিম কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলো না।
নেতৃদ্বয় গভীর উদ্বেগ প্রকাশ করে আরো বলেন, এইসব ঘটনাই প্রমাণ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের কাছে কারও জীবনের কোনো নিরাপত্তা নেই। অনতিবিলম্বে হাফেজ রেজাউল করিম এর হত্যাকান্ডে জড়িত আসামিদের গ্রেফতার করতে হবে। আমরা হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁশি চাই এবং নিহত রেজাউল করিমের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের নিকট জোর দাবী জানাচ্ছি। সরকার যদি ন্যায় সঙ্গত বিচার করতে ব্যর্থ হয় তাহলে সারাদেশে এর প্রতিবাদে দাবানলের আগুন জ্বলে উঠবে।
বার্তা প্রেরক
মুফতী কিফায়াতুল্লাহ আজহারী
প্রচার সম্পাদক
হেফাজতে ইসলাম বাংলাদেশ