প্রিন্ট এর তারিখঃ মে ১২, ২০২৫, ৯:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৫, ২০২৩, ৬:৩২ এ.এম
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মনোয়ারা বেগম এর গণসংযোগ

ফরিদপুর প্রতিনিধি।
ফরিদপুর জাতীয় সংসদ নির্বাচনী আসন (2) নগরকান্দা_ সালথা। এই আসন টি ফরিদপুর সংসদীয় আসন(2) দ্বাদশ সংসদীয় নির্বাচনে
আঃ লীগের মনোনয়ন প্রত্যাশি হয়ে গন সংযোগ চালিয়ে যাচ্ছে অধ্যাপক
আন্জু মনোয়ারা বেগম। তিনি ছাত্র জীবন থেকে আঃলীগ রাজধানীর সাথে জড়িত। বতর্মানে আন্জু মনোয়ারা বেগম ফরিদপুর জিলা পরিষদের সদস্য নির্বাচিত হয়ে জনগনের জন্য কাজ করে যাচ্ছে।
নগরকান্দা _ সালথা এই উপজেলার
একজন জনপ্রিয় নেত্রী হিসাবে পরিচিত পেয়েছে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আঃ লীগের প্রর্থী হয়ে দলের নিকট মনোনয়ন চাবেন এবং দুই উপজেলায় গন সংযোগ অব্যাহত রেখেছে এলাকা বাসির সাথে।
উল্লেখ্য ফরিদপুর এই দুই আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রী ও সর্ব শেষ সংসদ উপনেতা হয়েছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী। তিনি মারা যাওয়ার পর গত নভেম্বর 2022 সালে উপ নির্বাচনে সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে লাবু চৌধুরী কে মনোনয়ন দেও আঃলীগ এবং তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আঃ লীগে মনোনয়ন পাওয়ার জন্য কেন্দ্রীয় কমিটির সাথে
যোগাযোগ রাখছেন। ঔ আলো কে ও মনোনয়ন প্রত্যাশি হয়ে আন্জু মনোয়ারা বেগম দুই উপজেলার 17 টি ইউনিয়নের সাধারণ জনগণের সাথে উঠান বৈঠক ও গন সংযোগ অব্যাহত রেখে কাজ করে যাচ্ছে।
ভিবিন্ন কারনে নাম প্রকাশ না করার
শর্তে একাধিক ব্যাক্তিরা জানান আন্জু মনোয়ারা বেগম এক সাদা মনের ভালো মানুষ যদি আঃলীগ দলীয় মনোনয়ন দেয় আমারা সকলে
ত্রকক ভাবে আন্জু কে ভোট দিয়ে যাবো। তারা আরো বলেন আন্জুর মতো রাজনৈতিক নেত্রী এম পি নির্বাচিত হলো আমাদের দুঃখ কষ্ট কি
বুঝতে পারবে। আমারা মনে প্রানে চাই তিনি যেন মনোনয়ন পায়।
এ বিষয়ে আন্জু মনোয়ারা বেগম বলেন যদি দল আমাকে মনোনয়ন দেয় আমি নির্বাচন করবো এবং নির্বাচিত হবো এলাকার জনগন আমাকে চায় এবং ভোট দিবে এককভাবে
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.