আওয়ামী লীগ সোমবার শান্তি সমাবেশের কর্মসূচি স্থগিত করেছে। বিএনপির পক্ষ থেকে এদিন সারা দেশে জনসমাবেশের কর্মসূচি ঘোষণার পর শনিবার রাতে আওয়ামী লীগ ঢাকায় একই দিনে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছিল। রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে এ শান্তি সমাবেশ করার কথা বলা হয়েছিল।
সোমবারের সমাবেশ স্থগিত করার কথা রবিবার (৩০ জুলাই) জানানো হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। তবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সব থানায় আজ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করবে দলটি। পাশাপাশি সারা দেশের প্রতিটি থানায় বিক্ষোভ সমাবেশ হবে।
গতকাল বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকায় পাঁচটি প্রবেশমুখে সংঘর্ষ এবং কয়েকটি বাসে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগ আজ বিক্ষোভ কর্মসূচি নেয়।