
ফরিদপুর প্রতিনিধি : আগামী 15/18 জুন দেশ ব্যাপি জাতীয় ভিটামিন “এ”প্লাস ক্যাম্পেই পালিত হবে।
এ বিষয়ে এক মতবিনিময় হয় ফরিদপুরের সাংবাদিকদের সাথে।
রবিবার দুপুরে ফরিদপুর জেনারেল হাসপাতালের কর্নফারেন্স রুমে অনুষ্টিত হয়।
এসভার সভাপতিত্ব করেন ডিপোটি সিভিল সার্জন ডাক্তার বদরুদ্দোজা।
ভিটামিন এ প্লাস এর তথ্য তুলে ধরেন। জেলার ইপিআই সুপারেন্টেন
সরোয়ার হোসেন.ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা মাহবুবুল ইসলাম। এবার 6মাস থেকে 11 মাস বয়সি শিশু 45000 হাজার জন. 12 মাস থেকে 59 মাস বয়সি শিশু 2.64.500 জন ।
সকাল 8 থেকে বিকাল 4 টা পযর্ন্ত পুরা জেলায় এ শিশু সেবা ভিটামিনের কার্য্যকরম চলবে।
স্বাস্থবিষয়কের বিষয় গুলো তুলে ধরে
সাধারণ কে জানানোর জন্য আহবান জানান। এ সময়