প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২২, ২০২৫, ২:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২৫, ৬:৪১ এ.এম
আজও শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে দশম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকদের শহীদ মিনারে জড়ো হতে দেখা গেছে।
এ সময় শিক্ষকরা বলেন, দাবি মেনে প্রজ্ঞাপন না দেয়া পর্যন্ত শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাবেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ শিক্ষকদের শাহবাগ অভিমুখে বিক্ষোভ মিছিলের কথা রয়েছে। এদিকে, আজ শিক্ষকদের সঙ্গে সংহতি জানাতে শহীদ মিনারে আসবে কয়েকটি রাজনৈতিক দল।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.