বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

আজ সোহানের  জন্মদিন

Reporter Name / ৩৩ Time View
Update : বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৪:৪৭ অপরাহ্ন

   সোহেল কবির, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ  রূপগঞ্জে কাঞ্চন পৌরসভায় ৯ নং ওয়ার্ডে   মো: ইমরান হোসেন সোহানের  জন্মদিন ২৬শে মার্চ   ।  তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাটাব গ্রামের    জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মো: নাছির মিয়া, মাতার নাম সাহেরা  খাতুন  ।   তিনি পরিবারের একমাত্র ছোট ছেলে। তারা এক ভাই  এক বোন।  তার পুরো নাম মো: ইমরান হোসেন সোহান ।

তিনি   মেধাবী একজন ছাত্র ছিলেন পড়াশুনা করতেন  গোলাম মোস্তফা মডেল কলেজে ।  তিনি বর্তমানে বায়তুল মোকাররমে ব্যবসায় নিয়োজিত  আছেন।  তিনি  আরো বলেন তিনি এখন পরিবার-পরিজনকে নিয়ে খুব ভালো আছেন। ও পরিবারের সবাই এলাকার   ছোট ভাইদের কে নিয়ে  আজ আমার জন্মদিন উপলক্ষে একসাথে হলাম ।  সবাইকে একসাথে পেয়ে আনন্দিত  আজ  আমাকে Wishes  করেছে  ঠিক রাত 12 ঘটিকায় জন্মদিনের শুভেচ্ছা জানায় শাহারিয়া, অনিক, রাতুল, হাসান, জাহেদ, রামীম, প্রতীক, ইমন, রায়হান, নাঈম, সুজন, জাহিম, শান্ত, এমদাদুল, রাজীম, আরাফাত, সামিউল, সিফাত, সামিদ, আরো অনেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin